সেলফি তুলতে গিয়ে ২ কিশোরের মৃত্যু

সেলফি
  © প্রতীকী ছবি

সেলফি তুলতে গিয়ে অনেক অঘটন ঘটার খবর সামনে আসে। আবারও এমন এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে ভারতে। সেলফি তুলতে গিয়ে নৌকা থেকে পা পিছলে পানিতে পড়ে মৃত্যু হয়েছে ২ কিশোরের। ভারতের উত্তরপ্রদেশের রায়বরেলি জেলায় ঘটনাটি ঘটেছে।

গতকাল রবিবার (২৩ জুন) পয়াগপুর গঙ্গা ঘাটে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, গঙ্গা ঘাটে গিয়ে সেলফি তোলার জন্য একটি নৌকায় উঠেছিল তিন বন্ধু। এ সময় সেলফি তুলতে গিয়ে হঠাৎ ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যায় তারা।

সার্কেল অফিসার অরুণ কুমার বলেন, গতকাল তিন বন্ধু তৌহিদ (১৭), ফাহাদ (১৯) ও শান (১৮) পয়াগপুর গঙ্গা ঘাটে যান। সেখানে গিয়ে সেলফি তোলার জন্য একটি নৌকায় চড়েন তারা। সেলফি তোলার একপর্যায়ে তারা নৌকার এক ধারে চলে গেলে ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান। ফাহাদ সাঁতার কেটে তীরে আসতে পারলেও প্রবল স্রোতে তৌহিদ ও শান ভেসে যান।

এরপর তৌহিদ ও শানের খোঁজে নদীতে ডুবুরি দল মোতায়েন করা হয়। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর রোববার তাদের মরদেহ উদ্ধার করা হয়। তৌহিদ ও শানের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।