বাংলাদেশের সংবিধানে নির্দলীয় সরকার বলতে কিছু নেই: নানক

নানক
জাহাঙ্গীর কবির নানক  © ফাইল ছবি

বাংলাদেশের সংবিধানে নির্দলীয় সরকার বলতে কিছু নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে নির্দলীয় সরকার বলেতে কিছু নেই। নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করবে। যে রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে চাইবে তারাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। 

শুক্রবার (১০ মার্চ) দুপুরে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট নানক বলেন, সারাদেশের কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার। ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, প্রশাসনিক কর্মকাণ্ডে সার্বিকভাবে সহায়তা করতে পারে। নেতৃত্ব বিকাশে ছাত্র সংসদ বিরাট ভূমিকা পালন করতে পারে। এর আগে সকালে বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য।

পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংরক্ষিত সংসদ সদস্য সুলতানা নাদিরার সভাপতিত্বে অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মাদ গোলাম কিবরিয়া, উপাধ্যক্ষ প্রফেসর ড. এ এস কাইয়ুম উদ্দীন আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর খান মো. গাউস মোসাদ্দেক ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. আল আমিন সরোয়ার প্রমুখ।  

পুনর্মিলনী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


মন্তব্য