নুরের কর্মকান্ডে বিস্মিত মান্না
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০৮ মে ২০২৩, ১০:৩৬ AM , আপডেট: ০৮ মে ২০২৩, ১০:৩৬ AM

গঠনের ৯ মাসের মধ্যেই ভাঙন দেখা দিয়েছে সরকার বিরোধী আন্দোলনে গঠিত ছয়টি রাজনৈতিক দলের জোট গণতন্ত্র মঞ্চে। রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের গণ অধিকার পরিষদ আকস্মিকভাবে বেরিয়ে গেছে জোট থেকে।
কোনো আলোচনা ছাড়া নুরদের এমন সিদ্ধান্তে বিস্মিত নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে নুরুল হক নুর জানিয়েছেন, নতুন দল হিসেবে আলাদাভাবে নিজেদের শক্তি জানান দিতেই জোট ছেড়েছেন।
সরকার বিরোধী আন্দোলন জোরদারে গেল বছরের ৮ আগস্ট সমমনা ছয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয় গণতন্ত্র মঞ্চ। এরপর নিরপেক্ষ নির্বাচনের দাবিসহ জাতীয় নানা ইস্যুতে জোটবদ্ধ কর্মসূচিও পালন করে এই মঞ্চ।
শনিবার (৬ মে) রাতে অনেকটা আকস্মিকভাবেই জোট ছাড়ার ঘোষণা আসে রেজা কিবরিয়া ও নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ। এতোদিন একসাথে রাজপথে থাকলেও আলোচনা না করেই জোট ছাড়া নিয়ে চলছে পাল্টাপাল্টি বক্তব্য।
এখন গণ অধিকার পরিষদের রাজনৈতিক অবস্থান কী হবে এবং সরকার বিরোধী অবস্থানে কোন পরিবর্তন আসবে কিনা, এ নিয়েও রয়েছে আলোচনা। আবার ইসলামী দলকে গুরুত্ব দেয়া নিয়েও আছে নানা গুঞ্জন।
এই দুই নেতাই বললেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে জোটবদ্ধ না হলেও রাজপথে আন্দোলনে থাকবেন তারা।