১৮ জেলা ও মহানগরে আজ বিএনপির জনসমাবেশ
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২০ মে ২০২৩, ০৮:৩৩ AM , আপডেট: ২০ মে ২০২৩, ০৮:৩৩ AM

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে দেশের ১৮ জেলা ও মহানগরে জনসমাবেশ করবে বিএনপি। শনিবার (২০ মে) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে দলের ৮২ সাংগঠনিক ইউনিটে ৪ দিনের এ কর্মসূচি পালন করবে দলটি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং ১০ দফা দাবি বাস্তবায়নে জনসমাবেশ সফল করতে দলের কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
পড়ুন>>> ‘বিএনপি খেলা থেকে বারবার পালিয়ে যায়, এটি দুঃখজনক’: তথ্য ও সম্প্রচারমন্ত্রী
শায়রুল কবির খান বলেন, এর মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মতিঝিল পীরজঙ্গী মাজারের সামনে দুপুর আড়াইটায় এ সমাবেশ হবে। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত থাকবেন।
এ ছাড়া লালমনিরহাটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মুন্সীগঞ্জে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঝিনাইদহে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, কক্সবাজারে ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বরিশাল মহানগর ও উত্তর-দক্ষিণে ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহাজাহান ওমর বীরউত্তম, দিনাজপুরে ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ প্রতিটি জেলার সমাবেশে জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।