গণঅধিকার পরিষদ থেকে ড. রেজা কিবরিয়াকে অপসারণ
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০১ জুলাই ২০২৩, ০৫:৪৬ PM , আপডেট: ০১ জুলাই ২০২৩, ০৫:৪৬ PM

আলোচিত কোটা আন্দোলনের সময় প্রতিষ্ঠিত গণঅধিকার পরিষদের জরুরি সভায় ড. রেজা কিবরিয়াকে ইমপিচমেন্ট বা অভিশংসন করা হয়েছে। শনিবার (১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় গণঅধিকার পরিষদ। দলের নুরপন্থীদের এই সভায় দুই-তৃতীয়াংশের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে শনিবার (১ জুলাই) বেলা ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা করে গণঅধিকার পরিষদ। কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
তবে পূর্বঘোষিত জরুরি এই সভায় অংশ নেননি ড. রেজা কিবরিয়া। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, বিশৃঙ্খলা এড়াতে এবং নেতাকর্মীদের নিরাপত্তার কথা ভেবে জরুরি সভায় তিনি অংশ নেননি। তবে কোরাম পূর্ণ হলে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় সভা শেষ করার আহ্বান জানান ড. রেজা কিবরিয়া।