ঢাকা-১৭ উপ-নির্বাচন

জয়ের পথে এগিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরাফাত

ঢাকা-১৭ উপ-নির্বাচন

নৌকা
  © ফাইল

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ৭০ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে এগিয়ে আছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত।

ফলাফল ঘোষণা করছেন ঢাকা-১৭ আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান। সোমাবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে এই ফলাফল ঘোষণা শুরু হয়।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসারে, ১২৪টি কেন্দ্রের মধ্যে ৭০ কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত ১৩৫২০ ভোট, একতারার প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ২৮৬১ ভোট, গোলাপ ফুল প্রতীক প্রার্থী কাজী মো. রাশিদুল হাসান ৪৫১ ভোট, ছড়ি প্রতীক প্রার্থী মো. আকতার হোসেন ৩৩ ভোট, ট্রাক প্রতীক মো. তারেকুল ইসলাম ভূঞাঁ ৩৩ ভোট, ডাব প্রতীক প্রার্থী মো. রেজাউল ইসলাম স্বপন ২২ ভোট, সোনালী আঁশ প্রতীক প্রার্থী ৯৮ ভোট ও লাঙ্গল প্রতীক প্রার্থী সিকদার আনিসুর রহমান ৭১৪ ভোট পেয়েছেন।

এর আগে সকাল ৮টায় শুরু হয়ে বিকেলে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ চলে। ভোটের পরিবেশ সার্বিকভাবে শান্তিপূর্ণ থাকলেও ভোট শেষের প্রাক্কালে মারধরের শিকার হন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। অন্য স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম ভোট বর্জন করেন দুপুরেই।

এ নির্বাচনে প্রার্থী ছিলেন মোট আটজন। তারা হলেন- নৌকা প্রতীকে আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. রাশিদুল হাসান, ছড়ি প্রতীকে সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন, ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন, সোনালি আঁশ প্রতীকে তৃণমূল বিএনপি’র শেখ হাবিবুর রহমান, একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম এবং ট্রাক প্রতীকে তরিকুল ইসলাম।