বেশিরভাগ বিএনপি নেতা রাজাকার পরিবারের, দাবি হানিফের

বেশিরভাগ বিএনপি নেতা রাজাকার পরিবারের, দাবি হানিফের
হানিফ  © ফাইল ফটো

বিএনপি নেতাদের বেশিরভাগ রাজাকার পরিবারের সন্তান বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। শনিবার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এমন দাবি করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘যারা বিএনপির নেতৃত্বে আছেন, তাদের বেশিরভাগ রাজাকার পরিবারের সন্তান। এরা কথায় কথায় মুক্তিযুদ্ধের কথা বলে, অথচ এদের বাপ-চাচার অনেকেই ছিলেন রাজাকার।’

রাজাকারদের কথায় বাংলাদেশ চলবে না মন্তব্য করে হানিফ বলেন, ‘রক্তে অর্জিত এই দেশকে আমরা পাকিস্তানের ইশারায় ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে দিতে পারি না। সেটা এই দেশে হবে না। দেশকে পাকিস্তান বানানোর সেই স্বপ্ন বিএনপির দুঃস্বপ্ন হিসেবেই থাকবে।

‘রাজাকারদের কথায়, রাজাকারদের ধমকে বাংলাদেশ চলবে ভাবার সুযোগ নেই। আমরা একাত্তরে রাজাকারদের পরাজিত করেছি। আগামীতে যদি একাত্তরের রাজাকার, প্রেতাত্মারা আবার মাথা তুলে দাঁড়াতে চায়, তাদের প্রতিহত করব।’

বিএনপির সরকার পতনের আন্দোলনের বিষয়ে হানিফ বলেন, ‘বিএনপি সরকার পতনের ডাক দিচ্ছে। পরিষ্কারভাবে বলতে চাই, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। দেশের কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে আমাদের বাধা নেই।

‘আন্দোলন করেন, কিন্তু আন্দোলনের নামে সহিংসতা, সংঘাত করে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাইলে সরকার ছাড় দেবে না; আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছাড় দেবে না। আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজপথে যেকোনো অপরাজনীতি, সন্ত্রাসকে মোকাবিলা করবে।’


মন্তব্য