এশিয়া কাপে লঙ্কানদের হারাতে আফগানদের প্রয়োজন মাত্র ১০৬ রান

ক্রিকেট
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা এবং আফগানিস্তান  © ক্রিকইনফো

শুরু হল এশিয়া কাপের এবারের আসর। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১০৬ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। আরব আমিরাতে টুর্নামেন্ট হলেও আয়োজক হিসেবে স্বাগতিক কিন্তু শ্রীলঙ্কাই। 

শক্তিমত্তার হিসেবে দুই দলের মধ্যে এগিয়ে রাখা হবে শ্রীলঙ্কাকেই। তবে ফরম্যাটটা যখন টি-টোয়েন্টি, আফগানিস্তানের সামনে যে কোনো প্রতিপক্ষই দুশ্চিন্তায় পড়তে বাধ্য। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবী। টসে জিতে ফিল্ডিং নেয়াই যে কার্যকর ছিল তাঁর প্রমাণ মেলে প্রথম ওভারেই। 

শ্রীলঙ্কা প্রথম ওভারে বড় ধাক্কায় পড়ে যায়। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই আফগান পেসার ফজল হক ফারুকির তোপে পড়ে লঙ্কানরা। ওভারের পঞ্চম আর ষষ্ঠ বলে ফারুকি এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন কুশল মেন্ডিস (২) আর চারিথ আসালাঙ্কাকে (০)। পরের ওভারে আরও এক উইকেট হারায় লঙ্কানরা। নাভিন উল হকের বলে উইকেটের পেছনে এজ হয়েছেন পাথুম নিশাঙ্কা (৩)।

শুরুর ধাক্কা সামলে ওঠে ৪র্থ উইকেট জুটিতে। গুনাথিলাকা এবং রাজাপাকসের ৪৪ রানের জুটিতে সাময়িক স্বস্তি পায় লঙ্কানরা। গুনাথিলাকা ৩ চারের সাহায্যে ১৭ বলে করেন ১৭ রান। মুজিবের বলে করিম জান্নাতের হাতে তালুবন্দী হয়ে মাঠ ছাড়েন তিনি। হাসারাঙা মাঠে এসেও কিছু করতে পারেননি ৮ বল খেলে করেন মাত্র ২ রান। তাকেও সাজঘরে ফেরান মুজিব।

৭ নম্বরে ব্যাটিং এ আসেন অধিনায়ক ধানুস শানাকা। ইনিংসের প্রথম বলেই আফগান অধিনায়কের বলে গুরবাজের হাতে ক্যাচ দিয়ে আউট হন লঙ্কান অধিনায়ক। দলীয় স্কোর তখন ১০.১ ওভারে ৬৪-৬। এক প্রান্ত আগলে রাখা রাজাপাকসে ২৯ বলে ৫ চার এবং ১ ছক্কায় ৩৮ রান করে রান আউট হয়ে মাঠ ছাড়েন। পরের বলেই কোন বল না খেলেই রান আউট হন থিকসানা। 
১৫ তম ওভারের শেষ বলে নবীর বলে আউট হন পাথিরানা। শেষ দিকে করুনারত্নের সাথে মাদুশাঙ্কার ৩১ রানের জুটিতে দলীয় স্কোর ১০০ ছাড়ায়। করুনারত্নের ৩৮ বলে ৩১ রানের সুবাদে ১০৫ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা। 

আফগানিস্তানের পক্ষে ফাজল ফারুকি, মুজিব এবং নবী ২টি করে উইকেট লাভ করেন।  

দুই দল এর আগে একবারই টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল। ২০১৬ বিশ্বকাপের সেই ম্যাচে শ্রীলঙ্কা ৭ বল হাতে রেখে জয় পায়। আজ শ্রীলঙ্কার বিপক্ষে আফগানদের জয়ের জন্য প্রয়োজন মাত্র  ১০৬ রান। 

 


মন্তব্য


সর্বশেষ সংবাদ