১১ নভেম্বর থেকে রাজপথ থাকবে যুবলীগের দখলে : পরশ

১১ নভেম্বর থেকে রাজপথ থাকবে যুবলীগের দখলে : পরশ
১১ নভেম্বর থেকে রাজপথ থাকবে যুবলীগের দখলে : পরশ  © ফাইল

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বিএনপির উদ্দেশে বলেছেন, ‘আপনারা যত পারেন মিছিল সমাবেশ করছেন করেন৷ কারণ, ১১ নভেম্বর যুবলীগের সুবর্ণজয়ন্তীর যুব মহাসমাবেশের পর রাজপথ থাকবে যুবলীগের দখলে। তখন দেখা যাবে কত ধানে কত চাল।’

শনিবার দুপুরে রংপুর জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

যুবলীগের চেয়ারম্যান বলেন, "বিএনপি আমলে আওয়ামী লীগের মিছিলে পুলিশের লাঠিচার্জ ছিল নিত্যদিনের ব্যাপার। যারা ২১ আগস্ট সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে গ্রেনেড চালিয়ে ২৫ জন নেতা-কর্মীকে হত্যা করে, তারা সমাবেশ করার 'অধিকার' কোন মুখে চায়?"

তিনি বলেন, ‘৩ নভেম্বর জেলখানার ভেতরে বিনা বিচারে মোশতাক-জিয়া হত্যাযজ্ঞ চালিয়ে ইনডেমনিটির মতো কালো আইন সৃষ্টি করে, তারা আজ মানবাধিকার লঙ্ঘনের বক্তৃতা দেয়। ভণ্ডামির একটা সীমা আছে, কিন্তু এদের লজ্জা নাই।’

বিএনপিকে ভণ্ড ও প্রতারকের দল আখ্যা দিয়ে পরশ বলেন, ‘৫ বছর বয়সে বাবাকে হারিয়ে আমি ২১ বছর বিচার চাওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছি। তাদের শাসনামলে আমার অধিকার কই ছিল? আমি মনে করি বিএনপি ভণ্ড এবং প্রতারকদের দল। যারা শুরু থেকে এদেশের মানুষের সঙ্গে মিথ্যা ও প্রতারণা করে আসছে। আবারও তারা সাধারণ মানুষের অধিকার হরণ করার জন্য মাঠে নেমেছে। আবারও এদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করতে চায়।’

যুবলীগের এই শীর্ষ নেতা বলেন, ‘১১ নভেম্বর থেকে রাজপথ আমাদের দখলে থাকবে, যুবলীগ অনন্ত প্রহরীর মতো আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা, গণতন্ত্রের ধারা এবং এদেশের মানুষের মাথা উঁচু করে দাঁড়াবার জন্য সর্বশক্তি দিয়ে মাঠে থাকবে।’

এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শ্রী রমেশ চন্দ্র সেন এমপি ও শাজাহান খান এমপি; ড. হাছান মাহমুদ এমপি, এইচ এন আশিকুর রহমান এমপি, টিপু মুন্সি এমপি, সাখাওয়াত হোসেন শফিকসহ অনেকে।


মন্তব্য