জুমাতুল বিদায় আল আকসায় মুসল্লির ঢল 

আল আকসা
  © ফাইল ছবি

পবিত্র রমজানের শেষ জুমায় আল আকসায় মুসল্লিদের ঢল নেমেছে। ইসরায়েলের কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে শুক্রবার (৫ এপ্রিল) ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসায় ১ লাখ ২০ হাজার মুসল্লি পবিত্র জুমার নামাজ আদায় করেন। ফিলিস্তিনি নিউজ এজেন্সি ওয়াফাহ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা 

ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদে প্রবেশের মুখে ইসরায়েলি বাহিনী চেকপয়েন্ট বসিয়েছে। মুসল্লিদের প্রবেশ ঠেকাতে সেখানে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এ সময় জোর করে মসজিদে প্রবেশের সময় ১১ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তারও করেছে ইসরায়েলি বাহিনী।

মসজিদুল আকসার বাইরে ফিলিস্তিনিরা জড়ো হলে তাদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাস নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। এ সময় তারা গাজায় নির্বিচারে হামলার প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান দেন।

এদিকে, ফিলিস্তিনিদের খাবার দিতে গিয়ে ইসরায়েলি বিমান হামলায় সাত বিদেশি নাগরিককে হত্যায় দুই অফিসারকে বরখাস্ত করেছে তেল আবিব। সেই সঙ্গে এ ঘটনায় আরও তিনজনকে সতর্ক করা হয়েছে।


মন্তব্য