সম্পূর্ণভাবে চালু হলো দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল

সাবমেরিন
  © ফাইল ছবি

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুসংবাদ। দুই মাসের মেরামত কাজ শেষে সম্পূর্ণভাবে চালু হয়েছে দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (এসএমডাব্লিউ-৫)। এর ফলে ইন্টারনেটের গতি আবারও স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

গত ১৯ এপ্রিল বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) আওতাধীন দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলটি সিঙ্গাপুর থেকে পশ্চিম প্রান্তে ইন্দোনেশিয়ার জলসীমায় আকস্মিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। 

এই দীর্ঘ সময়ের মধ্যে কেব্‌লটির মেরামত সম্পন্ন হয়েছে এবং সার্কিটগুলো চালু করা হয়েছে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিএসসিপিএলসি।

বিজ্ঞপ্তিতে এসময়ে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ