মাঠেই ক্রিকেটারদের জুমআর নামাজ আদায়, ইমাম আরিফুল হক

নামাজ
জুমআর নামাজ আদায় করছেন ক্রিকেটাররা  © সংগৃৃহীত

আজ শুক্রবার (৬ জানুয়ারি) বিপিএলের অনুশীলনে এসেছিলেন ক্রিকেটাররা। অনুশীলনকালে জুমআর নামাজের সময় হলে মাঠেই নামাজ আদায় করেন ক্রিকেটাররা।

রংপুর রাইডার্স ছাড়া অন্য ৬ দল বিসিবি একাডেমি মাঠেই অনুশীলন করেছে। আজ‌ও করছিলেন। খুলনা টাইগার্স শুক্রবার সকাল ১১টা থেকেই বিসিবি একাডেমি মাঠে প্র্যাকটিসে নেমে পড়ে। তামিম, ইয়াসির আলী রাব্বি, সাইফউদ্দীন, ওয়াহাব রিয়াজ, আজম খান, শারজিল খান ও পল ফন মিকেরেনরা।

এদিকে আগামীকালের ম্যাচ সামনে রেখে অনুশীলনে এসেছেন ফরচুন বরিশালের ক্রিকেটাররাও। অনুশীলন করতে করতে জুমার নামাজের সময় হয়ে গেলে সেখানেই জামায়াতের ব্যবস্থা করা হয়।

নামাজে অংশগ্রহণকারী ক্রিকেটরদের তালিকায় বরিশালের অধিনায়ক সাকিব, তামিম, ইয়াসির আলী রাব্বিসহ ছিলেন প্রায় ৩৫-৪০ জন। তারা বিসিব একাডেমি মাঠের পূর্ব দিকে জুমআর নামাজ আদায় করেন।

অবশ্য এর আগেও এমনটি হয়েছে। বিপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দিন ক্রিকেটারদের মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিশেষ ব্যবস্থায় জুমার নামাজ আদায়ের ঘটনা ঘটেছে।

এর আগে বিপিএলের সময় বিসিবি অফিসের নিচে নামাজের জায়গায় এবং বিসিবি একাডেমিতে জুমার নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। তবে এবার আর বিসিবি অফিসের নিচে কিংবা একাডেমির ভিতরে নয়। বিসিবি একাডেমি মাঠের ভিতরেই জামায়াত করলেন তারা।

আজকের জুমআর নামাজের খুতবা পাঠ করেন ক্রিকেটার আরিফুল হক এবং তিনিই জামায়াতের ইমামতি করলেন।


মন্তব্য