আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার বাবর আজম

বাবর আজম
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম   © সংগৃহীত

আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আইসিসির ২০২২ ওয়ানডে বর্ষসেরার মুকুট উঠল তার মাথায়। এর মধ্য দিয়ে টানা দ্বিতীয়বার একদিনের ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটার হওয়ার কৃতিত্ব অর্জন করলেন পাকিস্তানের এই অধিনায়ক। 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে আইসিসি এক প্রতিবেদনে বাবরকে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে ঘোষণা করে।

ব্যাট হাতে এবং নেতৃত্বে বাবর আজমের ২০২২ সালটি ছিল এক কথায় অসাধারণ। সব মিলিয়ে ৪৪ ম্যাচ খেলে ৫৪.১২ গড়ে ৮টি সেঞ্চুরি ও ১৫টি ফিফটিতে ২৫৯৮ রান করেছেন পাকিস্তানের অধিনায়ক। টেস্ট, ওয়ানডে ও টি–টোয়েন্টি মিলিয়ে পাকিস্তান গত বছর ম্যাচ খেলেছে ৪৪টি। বাবরের নেতৃত্বে এর মধ্যে ২৩টি ম্যাচ জিতেছে তারা। নিজের এবং দলের এমন পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন বাবর। 

গতবারও (২০২১ সাল) দুর্দান্ত খেলে বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন বাবর। এর আগে আইসিসি বর্ষসেরা ওয়ানডে দল প্রকাশ করে। তবে এবার বর্ষসেরার কাতারে জায়গা হয়নি বর্তমানে দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলির। 

বাংলাদেশ থেকে বর্ষসেরা ওয়ানডে দলে ছিলেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। মিরাজ তার অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে ঝলক দেখিয়ে একাদশে সুযোগ পেয়েছেন। ২০২২ সালে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের উজ্জ্বল তারকা ছিলেন তিনি। 

এদিকে আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। স্টোকস ২০২২ সালে সেঞ্চুরি করেছেন দুটি, আর হাফ সেঞ্চুরি ৪টি। ব্যাট হাতে ধারবাহিকভাবে রান করে দলের জয়ে রেখেছেন অবদান। একইভাবে বোলিংয়েও সফল স্টোকস। ৩১.১৯ গড়ে নিয়েছেন ২৬টি উইকেট।

ব্যাট হাতে এবং নেতৃত্বে বাবর আজমের ২০২২ সালটি ছিল এক কথায় অসাধারণ। সব মিলিয়ে ৪৪ ম্যাচ খেলে ৫৪.১২ গড়ে ৮টি সেঞ্চুরি ও ১৫টি ফিফটিতে ২৫৯৮ রান করেছেন পাকিস্তানের অধিনায়ক। টেস্ট, ওয়ানডে ও টি–টোয়েন্টি মিলিয়ে পাকিস্তান গত বছর ম্যাচ খেলেছে ৪৪টি। বাবরের নেতৃত্বে এর মধ্যে ২৩টি ম্যাচ জিতেছে তারা। নিজের এবং দলের এমন পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন বাবর। 


মন্তব্য


সর্বশেষ সংবাদ