হকি বিশ্বকাপ: শিরোপা জিতল জার্মানি

জার্মানি
বেলজিয়ামকে হারিয়ে হকি বিশ্বকাপের তৃতীয় শিরোপা জিতল জার্মানি।  © ফাইল ফটো

অবশেষে শেষ হলো ১৬ বছরের অপেক্ষা। পেনাল্টি শুটআউটে বেলজিয়ামকে হারিয়ে হকি বিশ্বকাপের তৃতীয় শিরোপা জিতল জার্মানি।

গতকাল রোববার রাতে ভারতের ভুবনেশ্বরে হকি বিশ্বকাপের বেলজিয়াম-জার্মানির ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্র হয়। পরে পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলে জয় পায় জার্মানি। এটি জার্মানির হকি বিশ্বকাপের তৃতীয় শিরোপা। এর আগে ২০০২ ও ২০০৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানরা।

ম্যাচের প্রথম ১০ মিনিটে ফন ফ্লোরেন্ত ও ট্যানগুই কসিনসের গোলে ২-০তে লিড পায় বেলজিয়াম। এরপর নিকলেস ওয়েলেনের গোলে ২-১-এ ব্যবধান কমায় জার্মানি। তৃতীয় কোয়ার্টারে পিয়ালাত গনজালোর গোলে ২-২ সমতা ফেরে জার্মানরা।

৪৮ মিনিটে ম্যাটস গ্রামবুশের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় জার্মানি। তবে ৫৯ মিনিটে টম বুনের গোলে ম্যাচে সমতা ফেরে বেলজিয়াম। তাতে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে ট্যানগুই কসিনসের শেষ শটটি মিস করলে শিরোপা বঞ্চিত হয় বেলজিয়াম।

আরও পড়ুন: 'আমি বাংলাদেশের মানুষকে ভালোবাসি, শুধু একটা জিনিসই খারাপ': মালিক

২০২১ সালে টোকিও অলিম্পিকে সোনা জিতেছিল বেলজিয়াম। আর ২০১৮ সালে এই ভারতের ভুবনেশ্বরেই জিতেছিল প্রথম বিশ্বকাপ। কিন্তু এবার ভাগ্য সহায় হলো না তাদের। বিশ্বকাপের এবারের আসরে তৃতীয় হয়েছে নেদারল্যান্ডস।


মন্তব্য