ফুটবলকে বিদায় জানালেন ওজিল
- স্পোটর্স মোমেন্টস
- প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ০৬:৫০ PM , আপডেট: ২২ মার্চ ২০২৩, ০৬:৫০ PM

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আগেই। এবার পেশাদার ফুটবলকে বিদায় বললেন জার্মানির হয়ে বিশ্বকাপজয়ী মেসুত ওজিল। রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক এই তারকা মিডফিল্ডার আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পেশাদার ফুটবল ছাড়ার ঘোষণা দেন।
অবসর বার্তায় ওজিল লিখেছেন, ‘অনেক চিন্তা-ভাবনার পর পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। আমি প্রায় ১৭ বছর ধরে পেশাদার ফুটবলার হওয়ার সৌভাগ্য পেয়েছি। আমি অবিশ্বাস্যভাবে এ সুযোগ পাওয়ার জন্য কৃতজ্ঞ বোধ করছি। তবে সাম্প্রতিক কয়েক সপ্তাহ এবং মাসগুলোতে কিছু ইনজুরিতে ভুগছি। তাই ফুটবলের বড় মঞ্চ ছেড়ে যাওয়ার এটাই সময়।’
২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির চ্যাম্পিয়ন হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ওজিলের। জার্মানির হয়ে ৯২ ম্যাচে ২৩ গোল করেছেন এই মিডফিল্ডার। এ ছাড়া স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও ইংলিশ ক্লাব আর্সেনালে খেলেছেন ওজিল। এর আগে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন তিনি।