বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে খেলার প্রস্তাব দেয়নি পাকিস্তান!

পিসিবি
পিসিবির সভাপতি নাজাম শেঠি  © সংগৃহীত

চলতি বছরের শেষদিকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। সেই টুর্নামেন্টের আগে এশিয়া কাপ আয়োজন করবে পাকিস্তান। বড় দুই টুর্নামেন্টে ভারত-পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে বেশ বড়সড় ঝামেলাই তৈরি হয়েছে। ভারত আগেই জানিয়ে দেয় তারা পাকিস্তানের মাটিতে খেলবে না। তাই তাদের জন্য তৃতীয় কোনো দেশে খেলার আয়োজন করা হতে পারে!

এরই মধ্যে গুঞ্জন উঠে, বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো বাংলাদেশে খেলতে চায় পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি জানান, আইসিসির কোনো বৈঠকে এই বিষয় নিয়ে কোনো আলোচনাই হয়নি। 

বুধবার (২৯ মার্চ) ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে জানায়, বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো বাংলাদেশে খেলতে পারে পাকিস্তান। সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওয়ানডে বিশ্বকাপের আগে পাকিস্তানে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। সেখানে খেলতে যেতে রাজি নয় ভারত। এশিয়া কাপে নিজেদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলবে তারা। ভারতের মতো বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার দাবি জানিয়েছে পাকিস্তানও। নিরপেক্ষ ভেন্যু হিসেবে ম্যাচগুলো হতে পারে বাংলাদেশে।

এবার বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচ খেলার গুঞ্জনটি স্রেফ উড়িয়ে দিলেন পিসিবি সভাপতি। সম্প্রতি দুবাইয়ে আইসিসির অনানুষ্ঠানিক সভায় এমন কোনো আলোচনাই হয়নি বলে তিনি জানান। নাজাম শেঠি বলেন, ‘ভারতের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব শুধু এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) চলমান। বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে আইসিসি বিশ্বকাপ আয়োজন নিয়ে আমি কোনো মন্তব্যই করিনি। এখন পর্যন্ত এ বিষয়ে আইসিসির কোনো ফোরামেও আলাপ ওঠেনি।’

এর আগে, শুক্রবার (৩১ মার্চ) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, আইসিসি বা পাকিস্তান ক্রিকেট বোর্ড কেউ বিসিবির সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করেনি। 


মন্তব্য


সর্বশেষ সংবাদ