আইপিএল থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন সাকিব

সাকিব
  © সংগৃহীত

চলমান আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামার কথা ছিল সাকিব আল হাসানের। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের পর তাকে এনওসিও দিয়েছিল বিসিবি। তবে হঠাৎ করেই সাকিব আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নেন। আইপিএল থেকে সরে দাঁড়ানোর পর প্রথমবারের মতো সেই ইস্যুতে কথা বলেন সাকিব। 

শুক্রবার (৭ এপ্রিল) আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্ট জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন সাকিব। সেখানেই এই অলরাউন্ডার জানালেন ভিন্ন কারণ। তারকা এই ক্রিকেটার জানান, ফ্যামিলি ইমার্জেন্সিতেই আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। 

সংবাদ সম্মেলনে সাকিবের কাছে জানতে চাওয়া হয় আইপিএল থেকেই নিজেই নাম সরিয়েছেন নাকি সরে যেতে বলা হয়েছে কলকাতা থেকে? জবাবে এক বাক্যে সাকিব বলেন, ‘ফ্যামিলি ইমার্জেন্সি।’

আইপিএলে অংশ নিতে না পারায় মন খারাপ কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নাহ। অবশ্যই ভালো একটা সুযোগ ছিল। বিশ্বকাপের বছর যেহেতু। কিন্তু ফ্যামিলি ইমার্জেন্সি তো ফ্যামিলি ইমার্জেন্সি।’


মন্তব্য


সর্বশেষ সংবাদ