আইপিএল খেলতে কলকাতায় লিটন

আইপিএল
  © ফাইল ফটো

প্রথমবারের মতো আইপিএল খেলতে দেশ ছেড়েছেন লিটন কুমার দাস। রোববার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। ফেসবুকে নিজেই বিষয়টি জানিয়েছেন লিটন।

ডিসেম্বরে আইপিএলের সংক্ষিপ্ত নিলামে ৫০ লাখ রুপিতে লিটন কুমার দাসকে দলে টানে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে কলকাতার চতুর্থ ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে লিটনের। তবে কলকাতার হয়ে পুরো আসর খেলা হচ্ছে না লিটনের। আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে আইসিসি ওয়ানডে সুপার লিগের ম্যাচ খেলতে দেশে ফিরতে হবে তাকে।

লিটনের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। তবে পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন না বলে দল থেকে নিজের সরিয়ে নিয়েছেন তিনি। তার জায়গায় জেসন রয়কে নিয়েছে কলকাতা।

এদিকে লিটনের কলকাতায় যাওয়ার দিনে নিজেদের তৃতীয় ম্যাচে রিংকু সিংয়ের ঝড়ো ব্যাটিংয়ে আসরের দ্বিতীয় জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। শেষ ওভারে ৫ বলে ৫ ছক্কা হাঁকিয়ে গুজরাট টাইটান্সকে হারায় নিতিশ রানার দল।


মন্তব্য