মেসি পিএসজিতে খেলেছে এটাই তাদের ভাগ্য: মাশ্চেরানো

মেসি
জ্যাভিয়ের মাশ্চেরানো ও লিওনেল মেসি  © এফসি বার্সেলোনা

ফরাসি ক্লাব পিএসজি’র সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে বলে খবর। মৌসুম শেষে পার্ক দ্য প্রিন্সেস ছাড়ছেন লিওনেল মেসি, এমন খবরও পাওয়া যাচ্ছে। সৌদি সফর ঘিরে বিশ্বজয়ী মহাতারকাকে ১৪ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে ক্লাবটি। অন্যদিকে একটু বেশিই আক্রমণ করে ফেলেছে পিএসজির সমর্থকরা। মেসিকে নিয়ে বাজে ভাষায় মন্তব্য করেছে তারা। ভাড়াটে বলে ক্লাব থেকে তাড়াতে বলেছে। এমন প্রতিক্রিয়া মেনে নিতে পারছেন না মেসির সাবেক সতীর্থ জাভিয়ের মাশ্চেরানো। বলেছেন, ‘মেসি পিএসজিতে খেলেছে, এটাই তাদের ভাগ্য। এমন আচরণের কারণে তারা অনুশোচনা করবে।’

মেসি ও পিএসজির মধ্যকার চলতি ঘটনায় আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে’র মুখোমুখি হয়েছিলেন আর্জেন্টাইন সাবেক ডিফেন্ডার ও দেশটির অনূর্ধ্ব-২০ দলের কোচ মাশ্চেরানো। সেখানেই বলে দিয়েছেন এসব কথা।

‘তারা মেসিকে দলে পেয়েছে, এতে তারা ভাগ্যবান। কিন্তু তা বুঝতে পারেনি, এটি দুঃখজনক। আমি মনে করি, ১০ বছর আগে, প্যারিসের কোনো ভক্ত কল্পনাও করেনি যে তাদের দলে ইতিহাসের সেরা খেলোয়াড় থাকতে পারে। এটি উপভোগ করার পরিবর্তে, তারা এই দুবছর মেসির সমালোচনা করে কাটিয়েছে।’

‘১০ বছরের মধ্যে তারা এটির জন্য অনুশোচনা করবে। বিশ্বের যেকোনো দল মেসিকে পাঁচ মিনিটের জন্য পেতে অনেককিছু করতে পারে। কোনো পক্ষই এই সমাপ্তির যোগ্য ছিল না। তার পেশাদারিত্ব নিয়ে সমালোচনা করা যায় না। ইতিহাসের সেরা খেলোয়াড় হওয়া সত্ত্বেও তার মতো পেশাদারিত্বের সম্পূর্ণ অন্যকাউকে খুঁজে পাওয়া কঠিন। মেসির সমালোচনা করা অসম্ভব। যেখানে সে তার পরিবারের সাথে খুশি, সেখানে তাকে যেতে দিন।’

গ্রীষ্ম মৌসুম শেষে আর্জেন্টাইন কিংবদন্তিকে দলে টানতে আগ্রহ দেখিয়েছে বার্সেলোনা, ইন্টার মিয়ামি ও সৌদি ক্লাব আল হিলাল। এরমধ্যে মেসিকে বাৎসরিক ৪০ কোটি ডলারের (প্রায় ৪ হাজার ২৬০ কোটি টাকা) প্রস্তাব দিয়েছে সৌদি ক্লাব আল হিলাল। এমনকি ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে নাকি আলাপও শুরু করেছেন মেসির বাবা হোর্হে মেসি। যে চুক্তির বিষয়টি সৌদি সরকার দেখভাল করবে বলে খবর।-চ্যানেল আই


মন্তব্য