আইপিএলের প্লে-অফের ৪দল নির্ধারিত, দেখে নিন সময়সূচি

ক্রিকেট
প্লে-অফের দল  © ক্রিকইনফো

গুজরাট টাইটানস, চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়েন্টস এবং মুম্বই ইন্ডিয়ান্স - আইপিএলের চারটি প্লে-অফের দল নির্ধারিত হয়ে গেল। রবিবার মধ্যরাত পেরিয়ে গুজরাট টাইটানসের কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হেরে যাওয়ার পরই প্লে-অফের টিকিট পেয়ে যায় মুম্বই ইন্ডিয়ান্স। সেইসঙ্গে নির্ধারিত হয়ে যায় আইপিএলের পুরো প্লে-অফের পুরো সূচি।

লিগ তালিকার শীর্ষে থাকায় প্রথম কোয়ালিফায়ারে খেলবে গুজরাট এবং চেন্নাই। এলিমিনেটরে খেলবে লখনউ এবং মুম্বই। অর্থাৎ প্রথম কোয়ালিফায়ারে হার্দিক পান্ডিয়া এবং মহেন্দ্র সিং ধোনির লড়াই হবে। এলিমিনেটরে লড়াই হবে কর্ুণাল পান্ডিয়া এবং রোহিত শর্মার। যে দুটি ম্যাচ হবে ধোনিদের চেন্নাইয়ের মাঠে। তারপর দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল হবে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

পড়ুন>>> কোহলিকে ম্লান করে গিলের সেঞ্চুরি, আরসিবির বিদায়

আইপিএলের প্লে-অফের সূচি
১) প্রথম কোয়ালিফায়ার: গুজরাট টাইটানস বনাম চেন্নাই সুপার কিংস, ২৩ মে, মঙ্গলবার, এমএ চিদম্বরম স্টেডিয়াম (চিপক), চেন্নাই, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট।

২) এলিমিনেটর: লখনউ সুপার জায়েন্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স, ২৪ মে, বুধবার, এমএ চিদম্বরম স্টেডিয়াম (চিপক), চেন্নাই, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট।

৩) দ্বিতীয় কোয়ালিফায়ার: প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল বনাম এলিমিনেটরের জয়ী দল, ২৬ মে, শুক্রবার, নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আমদাবাদ, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট।

৪) ফাইনাল: প্রথম কোয়ালিফায়ারের জয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী, ২৮ মে, রবিবার, নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আমদাবাদ, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট।


মন্তব্য