প্রথম ম্যাচেই দলকে জেতালেন বাবর
- স্পোটর্স মোমেন্টস
- প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ০৫:১৪ PM , আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪, ০৫:১৪ PM

রাতের ফ্লাইটে এসে পা রেখেছেন ঢাকায়। সকালেই অনুশীলন করতে দেখা গেলো পাকিস্তানি ব্যাটার বাবর আজমকে। কারণ, কয়েক ঘণ্টা পরই নিজের দল রংপুর রাইডার্সের হয়ে তাকে খেলতে হবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে।
সাকিব আল হাসান-বিহীন রংপুরের হয়ে এদিন প্রথম ম্যাচ খেলতে নামেন বাবর। তার ব্যাটেই এসেছে দলটির প্রথম ম্যাচ জয়ের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। ৪৯ বলে ৬টি চারের বাউন্ডারিতে পাকিস্তানি তারকা ৫৬ রান করেছেন। আরেক বিদেশি অলরাউন্ডার আফগানিস্তানের ওমরজাই ৩৫ বলে দুটি চার ও তিন ছক্কায় করেছেন ৪৭ রান। সিলেটের হয়ে ২০ রান খরচায় সর্বোচ্চ তিন উইকেট পেয়েছেন লঙ্কান স্পিনার দুশান হেমন্থ।
এর আগে সিলেটের স্বল্প পুঁজি তাড়ায় রংপুরও শুরু থেকেই লেজেগোবরে পরিস্থিতি তৈরি করে ফেলে। ওপেনার রনি তালুকদারকে দিয়ে শুরু, রিচার্ড এনগারাবার বুক সমান উঁচু বল খেলতে গিয়ে ব্যক্তিগত ৬ রানে ক্যাচ তুলে দেন তিনি। এরপর নাজমুল ইসলাম অপুর বলে রানের (৫ বল) খাতা খোলার আগেই বোল্ড ব্রেন্ডন কিং। এরপর বলার মতো রান পাননি অধিনায়ক নুরুল হাসান সোহান, শামিম পাটোয়ারী, মোহাম্মদ নবি ও শেখ মেহেদীরা। তাদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
তানজিম সাকিবের বলে ৮ রানে ফিরেছেন সোহান। বাকি তিন ব্যাটারই হেমন্থের বলে এলবিডব্লু’র ফাঁদে পড়েন। শামিম ২ এবং নবি-মেহেদী আউট হন শূন্য রানে। এরপর রংপুরকে বিপদে পড়া গর্ত থেকে টেনে সামনে নিয়েছেন বাবর-ওমরজাই জুটি। সেই জুটিই শেষ পর্যন্ত রংপুরের জয় নিশ্চিত করে ওঠে। ৬৮ বলে এই জুটিতে আসে ৮৬ রান।
এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং-বিপর্যয় দেখিয়েছে সিলেট। বেনি হাওয়েল ৪৩ এবং বেন কাটিংয়ের ৩১ রানের সুবাদে তারা নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১২০ রান তুলতে সক্ষম হয়। এছাড়া নাজমুল শান্ত’র ১৪ রান ছাড়া বাকি কেউ দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। রংপুরের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট পেয়েছেন শেখ মেহেদী ও রিপন মন্ডল।