বিশ্বকাপ জয়ের দিনে সেঞ্চুরি করে যা বললেন হৃদয়
- স্পোর্টস ডেস্ক
- প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪১ AM , আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪১ AM

৯ ফেব্রুয়ারি, ২০২০ সালটা আলাদা করেই মনে রাখার কথা বাংলাদেশের ক্রিকেটের সমর্থকদের। তর্কসাপেক্ষে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় সাফল্যটাই ধরা দিয়েছিল এদিন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের যুবারা।
৪ বছর এগিয়ে এবার ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি। সেই যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য তাওহিদ হৃদয় দারুণ এক সেঞ্চুরি হাঁকালেন বিপিএলের মঞ্চে। নিজের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে এনে দিয়েছেন ৪ উইকেটের দারুণ এক জয়ও। ম্যাচের পর আলোচনায় এসেছে যুব বিশ্বকাপ জয়ের স্মৃতিও।
সংবাদ সম্মেলনে সেঞ্চুরিয়ান হৃদয় বলেন, ‘এই দিনে বিশ্বকাপ জিতেছিলাম আসলে মনে নাই। আলহামদুলিল্লাহ্। যেহেতু এটা আমাদের স্মরণীয় দিন। সবসময় তো মনেই পড়ে যে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার কথা। এখনও চোখ বন্ধ করলে চোখের সামনে ভাসে। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য।’
বিপিএলে সেঞ্চুরি স্পেশাল কিনা এমন প্রশ্নের জবাবেও অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ফিরে গেছেন হৃদয়, ‘না আসলে আমার কাছে সব সেঞ্চুরিই স্পেশাল। স্পেশাল যদি বলি আমি অনূর্ধ্ব-১৯ পর্যায়ে টানা তিন ম্যাচে তিন সেঞ্চুরি করেছিলাম শ্রীলঙ্কার সাথে। আমার কাছে সবসময় সারাজীবন এটাই সবচেয়ে বেশি স্পেশাল থাকবে। কারণ টানা তিন ম্যাচে তিন সেঞ্চুরি অইটা আমার জন্য অনেক বড় অর্জন ছিল।’
হৃদয়ের সেঞ্চুরিটিই এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি। ঢাকাকে ৪ উইকেটে হারিয়ে এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেছে হৃদয়ের কুমিল্লা।