মুমিনুলের আক্ষেপ, সিলেট টেস্টে বড় হার টাইগারদের

শ্রীলঙ্কা
  © ফাইল ফটো

শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট টেস্টে যে বাংলাদেশ হারবে, তা অনুমান করা গেছিল তৃতীয় দিন শেষেই। ৫১১ রানের টার্গেটে খেলতে নেমে তৃতীয় দিনের শেষ বিকেলে ৪৭ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে হার মেনেছে তারা, মুমিনুল হক ও মেহেদী হাসান মিরাজ না দাঁড়ালে বড় ব্যবধানে বাংলাদেশ হারতে পারত প্রথম সেশনেই।

সোমবার (২৫ মার্চ) লঙ্কানদের বিপক্ষে ৩২৮ রানে হেরেছে বাংলাদেশ। শুধু রানের হিসাবে টেস্টে এটা তাদের যৌথভাবে ষষ্ঠ বড় হার। প্রথম ইনিংসে লঙ্কানদের ২৮০ রানের প্রতিউত্তরে ১৮৮ রানে অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সফরকারী দল করে ৪১৮ রান। বাংলাদেশ জবাবে অলআউট হয়েছে ১৮২ রান করে। মুমিনুল অপরাজিত থাকেন ৮৭ রানে। সেঞ্ঝুরির আক্ষেপ নিয়েই মাঠ ছাড়ে মুমিনুল।

তৃতীয় দিন ৭ রান নিয়ে মাঠ ছেড়েছিলেন মুমিনুল। তাইজুল অপরাজিত ছিলেন ৬ রানে, চতুর্থ দিন সেখানে থেকেই আউট হন তিনি। এরপর মিরাজকে নিয়ে লড়াই শুরু করেন মুমিনুল। মিরাজ আউট হন ৫০ বলে ৩৩ রান করে। নিশ্চিত হার জেনে ধীরস্থির এক ইনিংস খেলেন মুমিনুল। ১১৫ বলে পূর্ণ করেন অর্ধশত রান।


মন্তব্য