যাওয়ার অভিনয় করেও ভুটান যাননি জাতীয় ফুটবল দলের ম্যানেজার!
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩১ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩১ PM
বাফুফে ভবন থেকে জাতীয় দলের সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান। সেখানে গিয়ে ফুটবলারদের সঙ্গে ছবি তোলেন এবং কথাও বলতে দেখা যায় তাকে।
বাফুফের পাঠানো ছবি দেখে সবারই ধারণা, ভুটান সফরে দলের সঙ্গে গিয়েছেন ম্যানেজার আমের খানও। কিন্তু বাস্তবে তা নয়। ভুটান যাওয়ার এই অভিনয় করে বিমানে আর ওঠেননি তিনি।
একটি সূত্রের মাধ্যমে জানা গেছে, টিকিট কনফার্ম করার পরও ব্যক্তিগত কারণ দেখিয়ে গতকাল দলের সঙ্গে ভুটান যাননি আমের খান। তিনি নাকি তিন দিন পর সেখানে যাবেন। আমের খান না যাওয়ায় টিকিট পেছাতে হয়েছে, যেখানে অর্থ খরচ হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। তিনি যে ভুটান যাননি, তা নিশ্চিত হওয়া গেছে তাঁর ব্যক্তিগত নম্বরে ফোন যাওয়াতে; কিন্তু তিনি রিসিভ করেননি।
ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের কাছে এই বিষয়ে জানতে তাঁর মোবাইলে ফোনে কল দিলেও তা বন্ধ পাওয়া যায়। ৫ ও ৮ সেপ্টেম্বর থিম্পুতে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ দল।