পিএসএলের অভিষেকে রিশাদের হাতে ধরাশায়ী ৩

রিশাদ
  © সংগৃহীত

নিশ্চিতভাবেই রিশাদ হোসেনের জন্য দারুণ এক অভিষেক ছিল এটি। হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়েও এনওসি জটিলতায় পিছিয়ে যেতে হয়েছিল তাকে। তবে ভাগ্য এবার ঠিকই হাসলো পিএসএলে। লাহোর কালান্দার্সের হয়ে নিজের প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগেই বাজিমাত করলেন এই তরুণ লেগস্পিনার।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়েছে লাহোর কালান্দার্স। ৩১ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদানই রেখেছেন বাংলাদেশের এই লেগি। উইকেট পেয়েছেন কোয়েটার সর্বোচ্চ স্কোরার রাইলি রুশোর। সঙ্গে তার শিকার ছিলেন মোহাম্মদ আমির এবং আবরার আহমেদ। 

৩ উইকেট শিকারের সুবাদে খুচরো তিনটি রেকর্ডের তালিকায় নিজের নাম উঠিয়েছেন বাংলাদেশের এই স্পিনার। যার দুটো পিএসএলের সাপেক্ষে। আর একটা বাংলাদেশের খেলোয়াড়দের তালিকায়। 

পিএসএল থেকেই শুরু করা যাক। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজ লিগে বাংলাদেশি কোনো বোলারের সেরা বোলিং ফিগারের দুইয়ে আছেন রিশাদ হোসেন। পেছনে ফেলেছেন সাকিব আল হাসানের লাহোরের বিপক্ষে ১৪ রানে দুই উইকেটের বোলিং ফিগারকে। শীর্ষে মাহমুদউল্লাহ রিয়াদ। 

পিএসএলে বাংলাদেশের সেরা বোলিং ফিগার 

৩/২১ - মাহমুদউল্লাহ রিয়াদ; প্রতিপক্ষ - করাচি কিংস (২০১৭) 
৩/৩১ - রিশাদ হোসেন; প্রতিপক্ষ - কোয়েটা গ্ল্যাডিয়েটর্স (২০২৫) 
২/১৪ - সাকিব আল হাসান; প্রতিপক্ষ - লাহোর কালান্দার্স (২০১৭) 

৩১ রানে ৩ উইকেট নেয়ার দিনে পিএসএলে বিদেশিদের মধ্যে অভিষেকে সেরা বোলিং ফিগারে দুইয়ে চলে এসেছেন রিশাদ। কদিন আগেই লাহোরের বিপক্ষে ইসলামাবাদের পেসার জেসন হোল্ডার পেয়েছিলেন ৪ উইকেট। সেটাই সেরার তালিকায়। এরপরেই রিশাদের ৩ উইকেটের এই বোলিং ফিগার। 

পিএসএলে বিদেশিদের মধ্যে অভিষেকে সেরা বোলিং ফিগার 

৪/২৬ - জেসন হোল্ডার (ইসলামাবাদ ইউনাইটেড), প্রতিপক্ষ - লাহোর কালান্দার্স
৩/৩১ - রিশাদ হোসেন (লাহোর কালান্দার্স), প্রতিপক্ষ - কোয়েটা গ্ল্যাডিয়েটর্স 

তৃতীয় রেকর্ড বাংলাদেশের সাপেক্ষে। বিদেশি ফ্র্যাঞ্চাইজ লিগে অভিষেক ম্যাচে দেশের খেলোয়াড়দের মধ্যে সেরা বোলিং ফিগার এতদিন পর্যন্ত ছিল তানজিম হাসান সাকিবের। গেল বছর গ্লোবাল সুপার লিগে করেছিলেন এই কীর্তি। সেটা গতকাল টপকে গেলেন রিশাদ. 

ফ্র্যাঞ্চাইজ অভিষেকে বাংলাদেশের সেরা বোলিং ফিগার 

৩/৩১ - রিশাদ হোসেন (লাহোর কালান্দার্স)। আসর- পিএসএল 
২/২০ - তানজিম সাকিব (গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স)। আসর - গ্লোবাল সুপার লিগ 
২/২৬ - মুস্তাফিজুর রহমান (সানরাইজার্স হায়দরাবাদ)। আসর - আইপিএল