টানা ২ ছক্কা হাঁকানো ব্যাট বন্যা দুর্গতদের জন্য নিলামে তুলবেন নাসিম

ক্রিকেট
টানা ২ ছক্কা হাঁকানো ব্যাট বন্যা দুর্গতদের জন্য নিলামে তুলবেন নাসিম  © সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট দল যখন দুবাইয়ে এশিয়া কাপ খেলছে। তখন দেশে হাজারো মানুষ সংগ্রাম করছে বন্যায়। ভয়াবহ এ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে দারুণ এক উদ্যোগ নিয়েছেন নাসিম শাহ। আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারে দুই ছক্কা হাঁকানো ব্যাটটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন এই পেসার। এ থেকে পাওয়া অর্থ ব্যবহার করা হবে বন্যাবিধ্বস্থ লোকজনকে। 

গতকাল পিসিবি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে। ওই ভিডিওতে দেখা যায়, হাসনাইন ওই ব্যাটটি উপহার দিচ্ছেন নাসিমকে। নাসিম এ সময় ব্যাটটি পাকিস্তানের বন্যাদুর্গত লোকজনের সহায়তা করার জন্য নিলামে তোলার ঘোষণা দেন।

এ সময় হাসনাইন বলেন, 'আমি এই ব্যাটটি নাসিম শাহকে উপহার দিচ্ছি। এটা নিয়ে সে যা খুশি করবে সেটা তার ব্যাপার।' আর ব্যাটটি উপহার পেয়ে তা নিজের জন্য রেখে দেননি নাসিম। বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের মানুষদের জন্য নিলামে তোলার ঘোষণা দিয়ে বলেন, 'আমি এই ব্যাটটি নিলামের জন্য দিতে চাই এবং এই নিলাম থেকে পাওয়া অর্থ বন্যার্তদের ফান্ডে দিব।'

ছোট্ট সেই ভিডিও ক্লিপে তিনি আরও বলেন, ‘এতক্ষণে হয়তো আপনারা জেনে গেছেন নাসিম শাহর ইনিংস সম্পর্কে। যে ইনিংসটা সে খেলেছে দারুণভাবে, পাকিস্তানকে জিতিয়েছে, জাভেদ মিয়াঁদাদের স্মৃতি মনে করিয়ে দিয়ে আমাদের নাসিম আমাদের রাজপুত্র আমাদের বাঘ দুটো ছক্কা মেরেছে। এই ব্যাটটা, যেটা দিয়ে সে খেলেছে গত রাতে, সেটা আমার ব্যাট ছিল। আমি এই ব্যাট তাকে দিয়ে দিচ্ছি, সে এটা দিয়ে তার ইচ্ছেমতো কাজ করুক।’

হাসনাইনের কাছ থেকে ব্যাট পাওয়ার পর নাসিম তাকে ধন্যবাদ জানান, এরপর তিনি জানান, এই ব্যাটটা তিনি নিলামে তুলছেন, যেন তার থেকে প্রাপ্ত অর্থ তিনি পাকিস্তানের বানভাসি মানুষের কল্যাণে ব্যয় করতে পারেন। 


মন্তব্য


সর্বশেষ সংবাদ