আমিরাতের বিপক্ষে ১৬৯ রানের পুঁজি বাংলাদেশের
- স্পোর্টস মোমেন্টস
- প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৫ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৯ PM

আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও টস হেরেছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের পাঠিয়েছেন আমিরাত অধিনায়ক। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মঙ্গলবার রাত ৮টায় ম্যাচটি শুরু হয়। আগের ম্যাচে ব্যাটিং বিপর্যয় হয়েছিল। এবার আর তেমন বিপদে পড়তে হয়নি বাংলাদেশকে। তবে উইকেট হাতে রেখেও প্রত্যাশিত পুঁজি পায়নি টাইগাররা। শেষ ওভারের শেষ বলে নুরুল হাসান সোহানের ছক্কায় ১৪ রান উঠেছে ঠিকই। তবে তার আগের চার ওভারে মাত্র ২৯ নিতে পারে সফরকারি দল।
সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। অর্থাৎ জিততে হলে আরব আমিরাতকে করতে হবে ১৭০ রান।
ওপেনিং জুটিতে কেউই থিতু হতে পারছেন না। তাই পরীক্ষা-নিরীক্ষা চলছেই। বিশ্বকাপের আগে সেই পরীক্ষা-নিরীক্ষার সুযোগে দলে ঢুকে পড়েছেন সাব্বির রহমান। কিন্তু সফল হতে আর পারলেন কই? সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ পেয়েও নিজেকে প্রমাণ করতে পারলেন না ৩০ বছর বয়সী এই ব্যাটার। প্রথম ম্যাচে শূন্য রানে সাজঘরে ফেরার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ফিরলেন ৯ বলে ১২ করে। একটি ছক্কা মেরেছেন, সেটাও ফ্রি-হিটে।
দলীয় ২৭ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তবে সাব্বির ওপেনিংয়ে সুবিধা করতে না পারলেও মেহেদি হাসান মিরাজ মেকশিফট ওপেনার হিসেবে বেশ ভালোই খেলছেন। দলীয় ২৭ রানে সাব্বির ফেরার পর লিটন দাসকে নিয়ে ঝোড়ো জুটি গড়েন তিনি। মিরাজ-লিটনের জুটি থেকে ২৭ বলে আসে ৪১ রান। নবম ওভারে এসে এই জুটিটি ভেঙেছেন আফজাল খান। কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে সহজ ক্যাচ দিয়ে ফেরেন লিটন। ২০ বলে ৪ বাউন্ডারিতে তার ব্যাট থেকে আসে ২৫ রান।
আফিফ হোসেন শুরুটা ভালোই করেছিলেন। জহুর খানকে এক ওভারে হাঁকান দুই বাউন্ডারি। পরের ওভারে আয়ান আফজালকেও ছক্কা মারেন বাঁহাতি এই ব্যাটার। কিন্তু তার এক বল পরই আয়ানের লোপ্পা ফুলটস বলটি সীমানাছাড়া করতে পারেননি আফিফ। ১০ বলে ১৮ করে ফিরলেন ডিপ মিডউইকেটে মেয়াপ্পনের দারুণ এক ডাইভিং ক্যাচ হয়ে। ৩৭ বলে ৪৬ রান করে ফেরেন সাজঘরে ফেরেন মিরাজ
মোসাদ্দেকের ২৭ (২২), রাব্বির ২১*(১৩) এবং সোহানের ১৯*(১০) এ ভর করে ১৭০ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।