রুসোর ঝড়ো সেঞ্চুরি, বাংলাদেশের টার্গেট ২০৬

রুসোর ঝড়ো সেঞ্চুরি, বাংলাদেশের টার্গেট ২০৬
বাংলাদেশের টার্গেট ২০৬

রুসোর ঝড়ো সেঞ্চুরিতে বাংলাদেশকে ২০৬ রানের টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা। রাইলি রুসো এবং ডি ককের ২য় উইকেট জুটিতে আসে ১৬৩ রান। সেই রানের উপর ভর করে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ২০৫/৫। জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২০৭ রান। 

টসে জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই তাসকিনের আক্রমণের শিকার হয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা। এরপর ২য় উইকেট জুটিতে রীতিমত তান্ডব চালায় ডি কক এবং রাইলি রুসো। এই জুটিতেই আসে ১৬৩ রান। পার্ট টাইমার আফিফ হোসেনের বলে ৩৮ বলে ৬৩ রান করে মাঠ ছাড়ে ডি কক। ততক্ষণে স্কোর ১৭০ এ পৌছে গেছে আফ্রিকার। ৭টি চার ও ৩ ছক্কা হাঁকান ডি কক। 

ডি কক ফিরে গেলেও সেঞ্চুরি মিস করেননি রুসো। ৫৬ বলে ৭টি চার এবং ৮টি ছক্কায় হাঁকিয়েছেন ১০৯ রানের ইনিংস। সাকিবের ৩য় ওভারে শট খেলতে গিয়ে লিটনের হাতে বন্দী হন রুসো। 

এরপরই বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্কোর আর বড় করতে পারেনি আফ্রিকা। বাংলাদেশের পক্ষে সাকিব ৩ ওভারে ৩৩ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। এছাড়া তাসকিন ৩ ওভারে ৪৬ রানে ১ উইকেট, হাসাআন মাহ্মুদ ৪ ওভারে ৩৬ রান দিয়ে ১ উইকেট এবং আফিফ ১ ওভারে ১১ রান দিয়ে ১টি উইকেট লাভ করে। 

উইকেট না পেলেও ভালো বল করেছেন মুস্তাফিজ। ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়েছেন দা ফিজ। এর আগে, টসে হেরে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। বোলারের অভাব মেটাতে ইয়াসির আলী রাব্বির পরিবর্তে দলে জায়গা পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। ত এ বল হাতে ভালো করতে পারেননি তিনিও। ৩ ওভারে দিয়েছেন ৩২ রান। 


মন্তব্য