কুবিতে ১ম বারের মতো 'মার্কেটিং অপরাহ্ন' আয়োজিত 

কুবি
  © মোমেন্টস ফটো

'এসো মিলি আপন নীড়ে' শ্লোগানকে সামনে নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং ১১তম ব্যাচের আয়োজনে ১ম বারের মতো মার্কেটিং অপরাহ্ন আয়োজিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, অধ্যাপক ড. মেহের নিগার, সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান, মাশিয়াত যাহিন, প্রভাষক আবু উবায়দা রাহিদ সহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

বিকেল থেকে উক্ত আয়োজনটি বিভিন্ন ইভেন্টে সাজানো হয়েছিলো। ছেলে মেয়েদের জন্য ছিলো বল নিক্ষেপ, চেয়ার দখল, ফুটবল ম্যাচ, হাঁড়ি ভাঙা খেলা। ছিলো বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্ট। অনুষ্ঠান শেষে সবার মাঝে কলা পাতায় বাঙালিয়ানা খাবার পরিবেশ করা হয়।

অনুষ্ঠানের আয়োজনে থাকা ১১ তম ব্যাচের শিক্ষার্থী মাহফুজ আলম বলেন, ১ম বারের মতো আমরা মার্কেটিং বিভাগের সকল ব্যাচ মিলে একটা মিলন মেলার আয়োজন করেছি। আমাদের মূল উদ্দেশ্য ছিলো সিনিয়র-জুনিয়রদের মাঝে সম্পর্ক বৃদ্ধি ও দৃঢ় করা। আর যেহেতু আমরা বিদায়ী ব্যাচ তাই চেষ্টা করেছি ব্যতিক্রমী কিছু করার যেনো পরবর্তী ব্যাচগুলোও এই অনুষ্ঠানের জন্য হলেও আমাদের স্মরণ রাখে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ