আবাসিক হলে গলায় ফাঁস দিয়ে চবি ছাত্রীর আত্মহত্যা

চবি
শামসুন্নাহার হল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © উইকিপিডিয়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে এই ঘটনা ঘটে।

ওই ছাত্রীর নাম রোকেয়া খাতুন। তিনি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রীর। তার বাড়ি লালমনিরহাট জেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গলায় ফাঁস দেয়ার পর রোকেয়াকে উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেয়া হয়। সেসময় হৃদকম্পন অনুভূত হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠান। কিন্তু সেখানে চিকিৎসক ওই ছাত্রীকে মৃত ঘোষণা করেন।

শামসুন্নাহার হলের প্রভোস্ট অধ্যাপক ড. রকিবা নবী বলেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রোকেয়া খাতুনকে মৃত ঘোষণা করেছেন। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। খবর পেয়ে ওই ছাত্রীর স্বামী এসে মরদেহ উদ্ধার করে। ওরা কিছুদিন আগেই বিয়ে করেছে, অনেকেই জানে না সেটা।’

আত্মহত্যার বিষয়ে রকিবা নবী বলেন, ‘ওর বন্ধু-বান্ধব ও স্বামী বলছে, সে অসুস্থ থাকার কারণে পরীক্ষা দিতে পারে নাই। সে জন্য নাকি ডিপ্রেশনে (মানসিক অবসাদ) ছিল।’


মন্তব্য