গণ বিশ্ববিদ্যালয়ে ১৪ তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত 

গবি
  © টিবিএম ফটো

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ১৪তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন সভায় সভাপতিত্ব করেন।

সভায় গণ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ও ট্রাস্টি অধ্যাপক ডা. আবুল কাসেম চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ আনোয়ার খসরু পারভেজ, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব সরোজ কুমার নাথ, গণ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক মোঃ করম নেওয়াজ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মনসুর মুসা, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়া গণ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ট্রাস্টি ওয়ালিউল ইসলাম জুমে অংশ নেন। সভার শুরুতে সদ্য প্রয়াত গণ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে এক মিনিট নীরবতা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।


মন্তব্য