ঘূর্ণিঝড় মোখা: স্থগিত নোবিপ্রবির সকল ক্লাস-পরীক্ষা

নোবিপ্রবি
ঘূর্ণিঝড় মোখা: স্থগিত নোবিপ্রবির সকল ক্লাস-পরীক্ষা  © ফাইল ছবি

 ঘূর্ণিঝড় মোখার কারণে সৃষ্ট প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সব ধরনের ক্লাস পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শনিবার (১৩ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আব্দুল বাকী বিষয়টি নিশ্চিত করেছেন। 

উপ-উপাচার্য বলেন, "আগামী ১৪ মে (রবিবার) আমাদের সব ধরনের ক্লাস পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’’

উল্লেখ্য, বাংলাদেশের দক্ষিণ উপকূলে এগিয়ে আসছে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা। আগামীকাল এটি বাংলাদেশের উপকূল অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


মন্তব্য


সর্বশেষ সংবাদ