বিকে স্কুল অব রিসার্চের বিশ্ব ধরিত্রী দিবস পালন 

রবি
  © টিবিএম ফটো

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিকে স্কুল অব রিসার্চ বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষ্যে 'Keep Your Environment Clean and Livable' ক্যাম্পেইন পালন করেছে। দেশের তরুণদের বৃহত্তম সংগঠন ইয়ং বাংলার সহযোগিতায় সপ্তাহব্যাপী এই ক্যাম্পেইনে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিসহ নানা কর্মসূচি পালন করে সংগঠনটি।

গতকাল শনিবার (২৭ এপ্রিল) তারিখ বিকেল ৪:৩০ ঘটিকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও বিকে স্কুল অব রিসার্চের পরিচালক বিজন কুমারের তত্ত্বাবধানে সংগঠনটির অর্ধ-শতাধিক তরুণ গবেষক ও শিক্ষার্থী এসব কার্যক্রমে অংশগ্রহণ করে। 

এছাড়া রাতে বিকে স্কুল অব রিসার্চ কর্তৃক পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ বিষয়ক একটি সেমিনার আয়োজন ও লিটল ম্যাগাজিন প্রকাশ করা হয়।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষামূলক সংগঠন ইকোন আর্টিস্ট্রি ও বিকে স্কুল অব রিসার্চ যৌথ প্রচেষ্টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে এই ক্যাম্পেইন পরিচালনা করে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ