প্রথম মেরিটে ভর্তি শেষে ইবিতে আসন ফাঁকা ১৯৬

ইবি
  © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথম মেরিটের ভর্তি কার্যক্রম শেষ এখনও আসন ফাঁকা রয়েছে ১৯৬টি। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার। জানা যায়, আজ রবিবার (৯ জুন) প্রথম মেরিটের ভর্তি কার্যক্রম শেষে ২০৫০ আসনের বিপরীতে ১৮৫৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।

ফলে এখনও ১৯৬টি আসন ফাঁকা রয়েছে। এরমধ্যে মানবিকে ১১৪টি, বিজ্ঞানে ৩৩টি ও ব্যবসায় প্রশাসনে ৪৯টি আসন ফাঁকা রয়েছে।

উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিকা অনুসরণ করতে হবে। ভর্তি সংক্রান্ত বিষয়ে পরবর্তী নির্দেশনা উক্ত ওয়েবসাইটে জানানো হবে। ওয়েবসাইট লিংকে ক্লিক করুন


মন্তব্য


সর্বশেষ সংবাদ