হাবিপ্রবি'র

শরীর চর্চা ও শিক্ষা শাখার নতুন পরিচালক অধ্যাপক ড. আলমগীর 

হাবিপ্রবি
অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন  © সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা ও শিক্ষা শাখার নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন। বুধবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক  ড. মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে অধ্যাপক ড.মো. মাহাবুব হোসেনের স্থলে অধ্যাপক ড. মো. আলমগীর হোসেনকে  শরীর চর্চা ও শিক্ষা শাখার পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে।

নতুন দায়িত্ব পেয়ে ড. মো. আলমগীর হোসেন বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ এবং মাননীয় ভিসি মহোদয়ের পরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী করতে কাজ করবো। ক্রীড়াঙ্গনে হাবিপ্রবির ঐতিহ্য ধরে রেখে উত্তরোত্তর উন্নতি করার প্রচেষ্টা থাকবে এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী বৃদ্ধি করার জন্য সচেষ্ট হবো। আমি আশাবাদী বর্তমান প্রশাসন যেভাবে ক্যাম্পাসে খেলাধুলার জন্য সহায়ক পরিবেশ তৈরীতে সচেষ্ট আছে, আগামীতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে সচেষ্ট থাকবো।


মন্তব্য


সর্বশেষ সংবাদ