ফটিকছড়িতে  অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ফটিকছড়ি
  © মোমেন্টস ফটো

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। 

আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০ঃ৩০ মিনিটের সময় ভুজপুর ইউনিয়নের পশ্চিম ভূজপুর মোয়াজ্জিন পাড়া জামে মসজিদের দক্ষিণ পাশে দিনমজুর মোঃ হারুনের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকাল ১০:৩০ মিনিটের দিকে মোঃ হারুনের চুলার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পাশে থাকার ঘরে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: সময় টিভির বার্তা প্রধানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

খবর পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টাকালে পুড়ে ভস্মীভূত হয়ে যায় তার ঘর। এলাকাবাসীর সহযোগিতায় পাশের ঘরগুলো আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পেয়েছে।

ক্ষতিগ্রস্ত দিনমজুর মোঃ হারুন  বলেন, তারা এখানে অল্প একটু জমিতে বাস করতেন। আগুনে তাদের মাথা গোজার একমাত্র বসতঘর ও ঘরে রাখা কিছু নগদ অর্থসহ শেষ সম্বল টুকু আগুনে পুড়ে তারা এখন নিঃস্ব।


মন্তব্য