নারায়ণগঞ্জে আবাসিক ভবনে আগুন, ১ শ্রমিক নিহত

সারাদেশ
নারায়ণগঞ্জে আবাসিক ভবনে আগুন  © সংগৃহীত

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ২ তলা একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। এই অগ্নিকাণ্ডে আওলাদ হোসেন (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (১৮ মার্চ) সকাল ৯টায় নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে পুরাতন ওই ভবনে বিস্ফোরণ থেকে আগুনের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ ঘটনায় অগ্নিদগ্ধ সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার বেলা পৌনে ১১টার দিকে আহতদের উদ্ধার করে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে আওলাদ হোসেন নামে একজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে রবি দত্ত, হোসেন ও হযরত আলী এই ৩ জনের নাম জানা গেছে। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার হামিদুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ওই ভবনে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। দগ্ধদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বিস্ফোরণের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আছে, এখন নির্বাপণের কাজ চলছে। পরে তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জ সদরে একটি বিস্ফোরণের ঘটনায় আমাদের এখানে চারজন এসেছে। এদের মধ্যে আওলাদ হোসেন নামে একজন মারা গেছেন। এছাড়া জরুরি বিভাগে আহত আরও তিনজনের চিকিৎসা চলছে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ