সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২০ জন

নিহতদের মধ্যে বাকৃবি  ও বেসরকরি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীও আছে

ঢাবি
  © টিবিএম ফটো

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে কুতুবপুর সীমানা এলাকায় রোববার ভোরে সড়ক দুর্ঘটনায় ২০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এসময় নারী ও শিশুসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আজ রোববার সকাল পৌনে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়,  এই দুর্ঘটনায় সুইটি নামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স পড়ুয়া এক ছাত্রীও নিহত হয়। ওই ছাত্রী মোহাম্মদপুর এলাকার অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটিতে দ্বিতীয় বর্ষে পড়তেন। কিন্তু  দুর্ঘটনার পর থেকে সুইটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী বলে অধিকাংশ গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। 

কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অফিস ও ইংরেজি বিভাগের সাথে একাধিকবার যোগাযোগ করা হলে জানিয়েছেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সুইটি নামে কোন শিক্ষার্থী বাস দুর্ঘটনায় নিহতের তথ্য আমাদের কাছে নেই।

এদিকে আজ রাতে ওই বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ইউনিভার্সিটি'র ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্রী সুইটি আলম সুরভী (২২) আজ রোববার সকালে মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এ অকাল মৃত্যুতে বাংলাদেশ ইউনিভার্সিটি পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের আত্নার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহতায়ালা যেন তাদের এ শোক কাটিয়ে উঠার শক্তি দেন। আমীন।

এছাড়া এই  দুর্ঘটনায় নিহতদের একজন ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফসানা মিমি (২৬)। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগ থেকে এমএস করেছেন। বিশ্ববিদ্যালয় থেকে এমএস সনদ আনতে যাওয়ার পথেই আফসানা নিহত হয়েছেন জানিয়ে দুর্ঘটনাস্থলে চিৎকার করে আর্তনাদ করছেন আফসানার মা কানিজ ফাতেমা। 

রোববার সকালে মা কানিজ ফাতেমা ও ছোট বোন রুকাইয়া ইসলাম রূপা গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু কলেজের সামনে থেকে আফসানাকে ইমাদ পরিবহনের বাসে উঠিয়ে দেন। ওই বাসে ঢাকা পৌঁছে সেখান থেকে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল আফসানার।

জানা গেছে, আফসানা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) শেষ করে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স শেষ করেন। আজ সনদ তুলতে রওনা হন তিনি।