পটিয়ায় গীতা প্রতিযোগিতার ফল প্রকাশ

পটিয়া
  © মোমেন্টস ফটো

চট্টগ্রামের পটিয়া উপজেলার মুজাফরাবাদ সবুজ সংঘের উদ্যোগে আয়োজিত উন্মুক্ত গীতা প্রতিযোগিতার ফল প্রকাশিত হয়েছে। 

২৫ ই মার্চ(শনিবার))রাত ১০.৩০ মিনিটে ফল প্রকাশিত হয়েছে। 

গত ২৪ ই মার্চ মুজাফরাবাদ সবুজ সংঘের উদ্যোগে বাসন্তী পূজা উপলক্ষে প্রতিবছরের ন্যায় গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ক) শাখা থেকে ১ম স্থান অর্জন করে অন্বেষা চৌধুরী, ২য় স্থান অর্জন করে চিন্ময় সেন,৩য় স্থান অর্জন করে অস্মি দাশ। খ) শাখা থেকে ১ম স্থান অর্জন করে তৃষা ঘোষ কৃষ্ণা,২য় স্থান অর্জন করে যুক্তি বিশ্বাস, ৩য় স্থান অর্জন করে সুকন্যা চৌধুরী।  গ) শাখা থেকে ১ম স্থান অর্জন করে রিয়া বিশ্বাস,২য় স্থান অর্জন করে চন্দ্রিমা বিশ্বাস, ৩ য় স্থান অর্জন করে তমা চৌধুরী। 

আগামী ২৮ ই মার্চ সন্ধ্যা ৭ ঘটিকায় উন্মুক্ত সংগীত প্রতিযোগিতা এবং ২৯ ই মার্চ সন্ধ্যা ৭ ঘটিকায় উন্মুক্ত নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতি এবং সহযোগিতা কামনা করেন মুজাফরাবার বাদ সবুজ সংঘের সভাপতি শ্রী শংকর ঘোষ এবং সাধারণ সম্পাদক শ্রী অঞ্জন চৌধুরী এবং পূজা উৎযাপন পরিষদ ২০২৩ ই এর সভাপতি শ্রী রানা সেন এবং সাধারণ সম্পাদক শ্রী সুজন চৌধুরী