শেরপুরে ডিসলাইনে সংযোগ দিতে গিয়ে বিদ্যুত স্পৃষ্টে গৃহবধুর মৃত্যু
- রানা মুহম্মদ সোহেল, বগুড়া প্রতিনিধি
- প্রকাশ: ১৪ মে ২০২৩, ০৯:০৬ PM , আপডেট: ১৪ মে ২০২৩, ০৯:০৬ PM

বগুড়ার শেরপুরে ডিসলাইনে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে খাদিজা খাতুন (২৫) বছর বয়সী এক গৃহবধূ নিহত হয়েছে।
রোববার (১৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে খানপুর ইউনিয়নের ভিমজানি স্কুল পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতের স্বামী রানা মাহমুদ জানান, ডিস লাইনের একটু সমস্যা দেখা দিলে সংযোগটি বিচ্ছিন্ন করে মাহমুদা। পরবর্তীতে
আবার সংযোগ দেয়ার সময় ওই ডিস লাইনের সংযোগের সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।