গলাচিপায় আওয়ামী মৎস্যজীবী লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
- প্রকাশ: ২৩ মে ২০২৩, ১১:৪০ AM , আপডেট: ২৩ মে ২০২৩, ১১:৪০ AM

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমকপূর্ণ ভাবে পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গত সোমবার ২২মে সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ। পরে সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
সভায় গলাচিপা মৎস্যজীবী লীগের সভাপতি ধলা মিয়া মাঝির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সাবেক সভাপতি হাজী শাহজাহান মিয়া, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশীদ, গলাচিপা পৌরসভার মেয়র আহসানুল হক তুহিন। আলোচনা সভা শেষে কেক কাটার আয়োজন করা হয়।
এসময় বক্তারা দলের মধ্যে বিভাজন সৃষ্টি না করে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। দলীয় নিয়ম কানুন ও গঠনতন্ত্র মেনে সকল কার্যক্রম পরিচালনা করতে বলেন।