বরগুনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পরিষদের মানববন্ধন

বরগুনা
  © টিবিএম ফটো

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ বরগুনা জেলা শাখা  কর্তৃক আয়োজিত মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (৩১ই মে) সকাল ১০ টায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরগুনা জেলা সংগ্রাম পরিষদের আহ্বায়ক প্রকৌশলী মোঃ মজিবুল হায়দার, বরগুনা জেলা আইডিইবি'র সভাপতি প্রকৌশলী মোঃ নিজাম উদ্দিন, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিঃ আবু সিনা সরদার,বরগুনার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম তালুকদার, বরগুনা PWD উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ হাদিসুর রহমান, বরগুনা সড়ক ও জনপদের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রকাশ চন্দ্র বিশ্বাস, বরগুনা জেলা আইডিইবি'র ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমিন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্রকৌস বরগুনা জেলা শাখার সভাপতি মোঃ ঈসা মিয়া, বাংলাদেশ বিদ্যুৎ সেক্টর ফেডারেশনে বরিশাল অঞ্চলের সভাপতি জনাব মোঃ নুরুল কবির, বরগুনা জেলা আইডিইবি'র মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ রোকেয়া জেসমিন সহ বিভিন্ন দপ্তরের সদস্য প্রকৌশলী, ছাত্র- শিক্ষকবৃন্দ।

 উক্ত কর্মসূচি থেকে আগামী ১৭ জুলাই চার দফা দাবি আদায়ের চূড়ান্ত কর্মসূচি ঢাকা মহাসমাবেশে সকল সদস্য প্রকৌশলীদের যোগদানের জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।

শিক্ষক ও ছাত্রদের কাছে জানতে চাইলে তারা বলেন, আমাদের ৪ দফা দাবী মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়ন করবেন আশাবাদী।