গলাচিপায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা 

গলাচিপা
অনুষ্ঠানের একাংশ  © টিবিএম ফটো

"মজবুত হলে পুষ্টির ভিত স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত" প্রতিপাদ্য বিষয় সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ (৭-১৩ জুন) ২০২৩ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যােগ নেয়া হয়।

বুধবার (৭ জুন) সকাল ১০টার গলাচিপা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা পুষ্টি কমিটির এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডাঃ মো: মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুষ্টি কমিটির সভাপতি মো: মহিউদ্দিন আল হেলাল। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জহিরুন্নবী, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর রেজাউল ইসলাম, উপজেলা ভেটেনারী সার্জন ও প্রাণী সম্পদ অফিসার ডা. সজল দাস। এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গলাচিপা থানা প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি, প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, পুষ্টি বিষয়ক কমিটির সকল সদস্য ও সাংবাদিকসহ প্রমুখ। এ সময় হাসপাতালের চিকিৎসক-নার্সসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রবীণ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।


মন্তব্য


সর্বশেষ সংবাদ