বরগুনায় আয়োজিত হলো বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান

বরগুনা
  © টিবিএম ফটো

বরগুনায় জেলা পর্যায়ে জাতীয় বিজ্ঞান সপ্তাহ উৎযাপন উপলক্ষে  বিজ্ঞান মেলা, ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা। 

শনিবার (১০জুন) বরগুনা কালেক্টরেট স্কুলে বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়। এতে জেলা পর্যায় জুনিয়র পর্যায়ে ১ম স্থান অধিকার করে জামির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়। ২য় স্থান অধিকার করে তালতলি মাধ্যমিক বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করে বরগুনা কলেজিয়েট স্কুল। 

সিনিয়র পর্যায়ে ১ম স্থান অধিকার করে, আমতলি সরকারি কলেজ। ২য় স্থান অধিকার করে বরগুনা পলিটেকনিক ইন্সটিটিউট।  এবং ৩য় স্থান অধিকার করে কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়। 

বিশেষ গ্রুপ হিসেবে প্রথম স্থান অধিকার করে বরগুনা সাইন্স সোসাইটি। যারা বিজ্ঞান ভিত্তিক নানান কার্যক্রম করে থাকে। 

সমাপনী দিনে বাছাই পর্ব শেষে বেলা ১২ টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করে এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব হাবিবুর রহমান, সুযোগ্য জেলা প্রশাসক,বরগুনা এবং সভাপতিত্ব করেন, জনাব শুভ্রা দাস,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বরগুনা ও অধ্যক্ষ কালেক্টরেট স্কুল বরগুনা।   

শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানান, বিজ্ঞান আমাদের চারদিকে।আমরা যতটা বিজ্ঞান মনস্ক হবো আমাদের দেশ ও শিক্ষা তত এগিয়ে যাবে। 

জেলা ভিত্তিক জুনিয়র পর্যায়ে প্রথম স্থান অধিকার করা জামিরুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে থেকে আসা আফসানা মিম বলেন, বিজ্ঞানের মাধ্যমে দেশ কে বিশ্বের মাঝে রিপ্রেজেন্ট করতে চাই। আর বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করতে পেরে বেশ ভালো লাগছে।।  নতুন নতুন সম্ভাবনাময় প্রযুক্তি দেখেছি সবার প্রতিভা মূল্যায়ন করা হয়েছে।  এর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা বিজ্ঞান মনস্ক হতে পারবে।

সিনিয়র পর্যায়ে ২য় স্থান অধিকার করা বরগুনা পলিটেকনিক থেকে আসা তায়েবুল্লাহ রিয়াদ বলেন, কারিগরি শিক্ষায় আমাদের সকলের গুরুত্ব দেয়া উচিত এতে করে বাড়বে বিজ্ঞান চর্চা। যারা বিজ্ঞানকে কঠিন মনে করে বিজ্ঞানের ছাত্র হতে চায়না তারা সহজ বিজ্ঞানকে জয় করতে পারেনা।

বিশেষ গ্রুপে প্রথম হওয়া সাইন্স সোসাইটির প্রতিষ্ঠা সভাপতি আকিল আহমেদ বলেন, বরগুনাতে আমরা সর্বপ্রথম একটা সংগঠন যারা বিজ্ঞান নিয়ে কাজ করে যাই। যেখানে বরগুনার সকল পর্যায়ের বিদ্যাপীঠ হতে একটি বৃহৎ নেটওয়ার্ক তৈরী করা যায়। এবং আমরা সফল হয়েছি আমাদের নানান কার্যক্রমের মাধ্যমে এবং বরগুনার সুশীল সমাজে প্রশংসিত একটি সংগঠন সাইন্স সোসাইটি। যারা আগামীতেও বিজ্ঞান ভিত্তিক সকল সেমিনারে মূখ্য ভূমিকা রাখবে।