নিখোঁজের ৪ দিন পর সন্ধান মিলেছে বিসিএস ক্যাডার হ্যাপির

সারাদেশ
  © ফাইল ফটো

৪ দিন পর সন্ধান মিলেছে কক্সবাজার-টেকনাফের সেন্টমার্টিন অঞ্চল ভ্রমণ করতে গিয়ে নিখোঁজ বিসিএস ক্যাডার হ্যাপির (৩১)। বৃহস্পতিবার রাতে পুলিশ ওই নারীকে জীবিত উদ্ধার করে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে স্বজনদের কাছে তাকে হস্তান্তর করা হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি।

মাহমুদা আক্তার হ্যাপি ৪১ তম বিসিএস ক্যাডারের সুপারিশপ্রাপ্ত। তাকে বনবিভাগে পদায়ন করা হয়েছে। তিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা। গত ৪ ফেব্রুয়ারি রোববার সেন্টমার্টিন দ্বীপ থেকে নিখোঁজ হয়েছিলেন এই নারী।

ওসি মো. ওসমান গণি বলেন, কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে তাকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি বলেন, সেন্টমার্টিনে গোসল করতে গেলে পানিতে ভেসে যান তিনি। পরে শাহপরীর দ্বীপ এলাকার ট্রলারের জেলে ও মাঝিরা তাকে উদ্ধার করেন। পরে তাকে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট থেকে উদ্ধার করে অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।  

ওসি ওসমান গনি আরও জানান, গত ২ ফেব্রুয়ারি ঢাকা থেকে ৭১ জনের একটি টিম সেন্টমার্টিনে বেড়াতে যায়। সেখানে মাহমুদা আক্তার হ্যাপিও ছিলেন। তারা ওখানকার কয়েকটি রিসোর্টে ওঠেন। ৪ ফেব্রুয়ারি সকালে হ্যাপি বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে রিসোর্ট থেকে বের হন। বিকেল পর্যন্ত তিনি ফিরে না আসায় তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বন্ধুর সঙ্গে আছেন বলে জানান। কিন্তু এর এক ঘণ্টা পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।  


মন্তব্য


সর্বশেষ সংবাদ