দুমকীতে ২৪টি কেউটে সাপের বাচ্চা হত্যা ও মা সাপ উদ্ধার

পটুয়াখালী
  © সংগৃহীত

পটুয়াখালীর দুমকী উপজেলায় একটি বসত ঘর থেকে ২৪টি বাচ্চাসহ একটি বিষধর কেউটে সাপ ধরা পড়েছে।বাচ্চাগুলোকে হত্যা করা হয়েছে। 

শুক্রবার(২৬ এপ্রিল) সকালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে দুমকী গ্রামের গাজী আব্দুল হামিদ এর মেয়ে নাসিমা বেগমের বসত ঘর থেকে এই বাচ্চা ও মা সাপ উদ্ধার করা হয়েছে। 

নাসিমা'র ভাই আবু বকর গাজী জানান, সকাল ৮ টার দিকে তার ছেলে ও ভাগ্নী বোনের বাসার সামনের বারান্দায় খেলা করতে গিয়ে কেউটে সাপের বাচ্চা চলাচল করতে দেখে। এ কথা তাকে জানালে বাসার খাটের নিচে ও শোকেসের আড়াল খোঁজ করে কেউটে সাপের বাচ্চা গুলো বের করে আনা হয়। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় বাচ্চাগুলো মেরে ফেলা হয়। পরে জেলা শহর থেকে সাপুড়েরা এসে চেষ্টা চালিয়ে বিকেলে মা সাপকে জীবিত অবস্থায় ধরতে সক্ষম হয়। এ ঘটনার পর থেকে ওই এলাকায় সাপ আতংক বিরাজ করছে। 

এ সময় সকলকে সচেতন হতে বলে তিনি আরও বলেন, বাসার চিপাচাপা সহ বিভিন্ন কোনাকানায় পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং বিশেষ করে বাসার মা-বোন ও বাচ্চাদের সতর্ক হতে হবে। প্রতি বছর এ সময় বিষাক্ত সাপের ছোবলে অনেকেই নিহত হন।


মন্তব্য