ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল  শিক্ষার্থীর মৃত্যু

ফটিকছড়ি
  © ফাইল ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মো সিমরান উদ্দিন (১৬) নামে  এক স্কুল  শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সিমরান উপজেলার আজিমনগর আহমদিয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

বুধবার (১ মে) সন্ধ্যায় উপজেলার রোসাংগিরি ইউনিয়নের ধুরুংকুল এলাকার আহাম্মদ ছাফা সারাং বাড়িতে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত মো. সিমরান উদ্দিন (১৬) ওই এলাকার প্রবাসী মুহাম্মদ বেলালের প্রথম ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সিমরান বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মোটর পাইপের সাহায্যে নতুন পাকা ভবনের গাঁথুনিতে পানি দিচ্ছিল। সন্ধ্যা সাড়ে ছয়টায় শেষ পর্যায়ে পানি দিতে দিতে এক পর্যায়ে বসতঘরের বিদ্যুত লাইনের সাথে জড়িয়ে যায়। মুহূর্তেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। মুমূর্ষু  অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে  নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আজিমনগর আহমদিয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. শামীমুল হাসান বলেন, 'সিমরান অত্যন্ত মেধাবী, ভদ্র ও বিনয়ী ছাত্র ছিল। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।

রোসাংগিরি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়রম্যান (ভারপ্রাপ্ত) মো. আবদুল শুক্কুর বলেন, 'অত্যন্ত বিনয়ী ও সদালাপী এই কিশোরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।'

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হুদা বলেন, 'বিষয়টি এখনো আমাকে কেউ কেউ জানায়নি। জানালে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'


মন্তব্য