তেঁতুলিয়ায় জেঁগে বসেছে শীত ২ডিগ্রি কমে ১০ ঘরে

তেঁতুলিয়া
  © টিবিএম

সীমান্ত ঘেঁষা উত্তরের তেঁতুলিয়ায় শীত যেন জেঁকে বসেছে ২ডিগ্রি কমে ১০ ঘরে নেমে এসেছে তাপমাত্রা বিষয়টি নিশ্চিত করেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষক ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ। সোমবার ৯ ডিসেম্বর সকাল ৬টায় ১০.৯টায় এবং সকাল ৯টায় ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ভোর বিভিন্ন স্থান ঘুরে দেখাযায়,শীতকে উপেক্ষা করেই চা শ্রমিক ও পাথর শ্রমিকরা ছুটছেন কাজের উদ্দেশ্যে। কুয়াশা নেই সূর্য ডুবতেই শুরু হয় তীব্র ঠান্ডা এই ঠান্ডায় বাইক চালানো রাতে খুবোই কষ্টকর। হালকা কুয়াশা ভেদ করে সূর্যের কিরণ ছড়ালেও অনুভূত হচ্ছে কনকনে শীত।সন্ধ্যার পর থেকেই শুরু হয় ঠান্ডা বাতাস। রাত বাড়তে থাকলে বাড়ে কনকনে শীতের প্রকোপ। 

এ বিষয়ে তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষক ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, আগের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করলেও তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা চলমান। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।গত দুইদিনে তেঁতুলিয়ার তাপমাত্রা ছিল,শনিবার (৭ ডিসেম্বর) ১২ দশমিক ৬সেলসিয়াস।