জমি নিয়ে বিরোধ : শ্যামনগরে বড় ভাইকে খুন ছোট ভাইয়ের
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ০৩:২৪ PM , আপডেট: ৩০ অক্টোবর ২০২২, ০৩:২৪ PM

জমি নিয়ে বিরোধের জের ধরে এক ভাইকে খুন করেছে আরেক ভাই। ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়। ঘটনাটি সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়।
রোববার সকালে উপজেলার মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম লোকমান হোসেন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছেন তাঁরা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো অভিযোগ পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জমিসংক্রান্ত বিষয়ে মাহমুদপুর গ্রামের বাসিন্দা মনসুর আলীর বড় ছেলে লোকমান হোসেনের সঙ্গে ছোট ছেলে মোশারফ হোসেনের বিরোধ চলছিল।
এর জেরে আজ সকালে লোকমানের সঙ্গে মোশারফের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মোশারফ ধারালো দা দিয়ে তাঁর বড় ভাই লোকমানের বুকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই লোকমানের মৃত্যু হয়।