এবার ভারতের রাষ্ট্রপতি ভবনে দেখানো হলো 'পাঠান' সিনেমা

পাঠান
  © সংগৃহীত

দীর্ঘ চার বছর পর শাহরুখ খান 'পাঠান' সিনেমা দিয়ে বড় পর্দায় হাজির হয়েছেন। মুক্তির আগে থেকেই পাঠান সিনেমা নিয়ে বিতর্ক শুরু হয়। উগ্র হিন্দুত্ববাদী একটি গ্রুপ সিনেমাটি বয়কটের ডাক দেয় গেরুয়া রং বিতর্ক তুলে।

সকল বিতর্ককে পিছনে ফেলে গত ২৫ জানুয়ারি বিশ্বের ৮ হাজার পর্দায় মুক্তি পেয়েছে শাহরুখ খানের 'পাঠান'। এই ছবির মাধ্যমে ৪ বছর পর পাঠান হয়ে পর্দায় এসে বক্স অফিসে ঝড় তুলেছেন কিং খান। মুক্তির ৫ দিনে সারা বিশ্ব থেকে প্রায় ৫৫০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। 

সারা বিশ্বের ১০০টি দেশে মুক্তি পেয়েছে শাহরুখ-দীপিকা-আব্রাহাম অভিনীত 'পাঠান' সিনেমা। 

এবার ভারতের রাষ্ট্রপতি ভবনে দেখানো হলো 'পাঠান' সিনেমা। গতকাল রাষ্ট্রপতি ভবনের 'কালচারাল সেন্টার'-এর স্পেশাল স্ক্রিনিং দেখানো হয়েছে। 

পূর্ব রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের প্রেস সেক্রাটারি এহসান খান টুইটারে স্পেশাল স্ক্রিনিং এর ছবি পোস্ট করেন। তিনি লিখেন, রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে 'পাঠান' সিনেমার স্পেশাল স্ক্রিনিং। সাথে শাহরুখ খানকে ট্যাগও করেন তিনি।

টুইটারে পোস্ট হওয়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এ বিষয়ে বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করছে। 

মনু ঘারালিয়া নামের এক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী বলেন, 'এ শুধু একটা স্ক্রিনিং নয়, ওয়ার।' আরেক ব্যবহারী লেখেন, 'এটা দেখে তো অন্ধভক্তদের চোখ ছানাবাড়া হয়ে গেছে।'

উল্লেখ্য, পাঠান সিনেমা ক্রেজ শুধু ভারতে নয়, সারা বিশ্বেই দেখা যাচ্ছে। সিনেমাটি এরই মদ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে 'আবতার ২' মুভিকে পিছনে ফেলেছে। 

ইন্দোনেশিয়ার একটি সিনেমা হলে পাঠান সিনেমা দেখানোর সময় 'ঝুমে যো পাঠান' গানের সাথে একদল ছেলে-মেয়ের নাচ করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হলে মুহুর্তেই সেটা ভাইরাল হয়ে যায়।

 


মন্তব্য